করোনায় ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আকরামুজ্জামান মারা গেছেন

- আপডেট সময় : ১২:০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
করোনায় ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আকরামুজ্জামান মারা গেছেন ।ভোর সাড়ে ৬ টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচ এ তিনি মারা যান।
স্বজনরা জানায়, এর আগে গত ১৫ জুন জ্বর-কাশি শ্বাসকষ্টসহ অসুস্থতা বোধ করলে তাকে বাসায় চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে ১৯ জুন শুক্রবার শ্বাসকষ্ট বেড়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে করোনা পরীক্ষার ফলাফলে তার শরীরে করোনা উপস্থিতি পাওয়া যায়। একপর্যায় টানা ৮দিন সিএমএইচ এর আইসিইউ ছিলেন তিনি। গত দুইদিন তার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে ভেন্টিলেটর সাপোর্ট দেয়া হয়। কিন্তু রোববার ভোরে শারীরিক অবস্থার আরো অবনতি হয়ে তিনি মারা যান। ফেনী-২ আসনে এমপি নিজাম উদ্দিন হাজারী জানান, সামাজিক দুরত্ব মেনে আগামীকাল বাদ আছর ছাগলনাইয়া উপজেলার পাঠানগড়ের তার নিজ গ্রামের বাড়ীতে নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন দেয়ার কথা রয়েছে। এদিকে তার মৃত্যুতে ফেনীর রাজৈনতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।