করোনায় দেশে নতুন করে আরও সাত জনের মৃত্যু
- আপডেট সময় : ০৬:৫৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
করোনায় দেশে নতুন করে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২৭ জন। আর গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগী ৪১৪ জন। সর্বমোট আক্রান্ত ৪ হাজার ১৮৬ জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে যোগ দিয়ে, এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ভিআইপিদের চিকিৎসায় বিশেষায়িত কোনো হাসপাতাল হচ্ছে না। প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন করে আরও দু’হাজার ডাক্তার এবং ৬ হাজার নার্স নিয়োগের কথাও জানান জাহিদ মালেক।
দেশের করোনার সবশেষ তথ্য জানাতে নিয়মিত এই ভার্চুয়াল ব্রিফিং-এর আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তরের। অনলাইন ব্রিফিংয়ে যোগ দিয়ে, গেল ২৪ ঘন্টায় নতুন রোগী সনাক্ত ও মৃতের তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।
করোনে শনাক্ত হওয়ার ৪৫ দিনে বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা অনেক ভালো জানিয়ে তিনি বলেন, প্রবাসীরা দেশে আসলে অবশ্যই কোয়ারেন্টাইনে থাকতে হবে।
চিকিৎসা সেবা বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় নতুন কয়েক হাজার ডাক্তার ও নার্স নিয়োগ করা হবে জানিয়ে জাহিদ মালেক বলেন, ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল প্রস্তুত করা হয়নি।
আক্রান্তদের মধ্যে তরুণ-যুবকদের সংখ্যা বেশী দাবি করে, তাদের ঘরে থাকার আহবান জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্তি মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।


























