করোনা জনসচেতনতায় দেশের বিভিন্ন জেলায় প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি

- আপডেট সময় : ০৬:৪৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে দেশের বিভিন্ন জেলায় প্রশাসনের উদ্যোগে মাস্ক বিতরণ ও মাইকিং করা হয়েছে। এসময় গণ পরিবহণগুলোতেও জীবানুনাশক স্প্রে করা হয়।
করোনা সংক্রমণ প্রতিরোধে কুড়িগ্রামের বিভিন্ন স্থানে পুলিশের উদ্যোগে সচেতনামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে। নাটোরে জেলা প্রশাসনের পক্ষ থেকে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে প্রচারাভিযান এবং মাস্ক বিতরণ করা হয়। পটুয়াখালীতে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ’র নেতৃত্বে সচেতনতামূলক প্রচারণা এবং মাক্স বিতরণ করা হয়। পালংমডেল থানা পুলিশ শরীয়তপুর বাসষ্ট্যান্ড এলাকায় মাস্ক বিতরণ করে। করোনা পরিস্থিতি মোকাবেলায় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। সংক্রামণ রোধে সরকারের ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নে বরিশালে আলাদা ৩টি ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এ সময় মাস্ক ব্যবহার না করায় ১০ ব্যক্তিকে ৫ হাজার এবং শারীরিক দূরত্ব অনুসরণ না করে যাত্রী পরিবহনের দায়ে এক বাস চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। টাঙ্গাইলে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও মাইকিং করেছে স্থানীয় প্রশাসন। এ সময় পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের উপস্থিতে গণ পরিবহণগুলোতেও জীবানুনাশক স্প্রে করা হয়।