করোনায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৫ জনের মৃত্যু
																
								
							
                                - আপডেট সময় : ০৮:২৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
 - / ১৫৭২ বার পড়া হয়েছে
 
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে মারা গেছে আরো ২৫ জন। এ নিয়ে সরকারি হিসেবে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন মোট সাত হাজার ৭৮১ জন। আর ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৭১ জন। সরকারি হিসেবে, দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে পাঁচ লাখ ২২ হাজার ৪৫৩ জন।
করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর বিকেলে এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৯৭৯টি। এর মধ্যে পরীক্ষা হয়েছে ১২ হাজার ৯২০টি। আর এ পর্যন্ত দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ লাখ ৫৭ হাজার ৩১৯টি। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হয়েছে ২৬ লাখ ৪৮ হাজার ৫৯০টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে সাত লাখ আট হাজার ৭২৯টি। দেশে বর্তমানে মোট ১৮১টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। তার মধ্যে আরটি-পিসিআর ১১৪টি, জিন-এক্সপার্ট ২৭টি ও রেপিড অ্যান্টিজেন পরীক্ষাগার ৪০টি। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৮ দশমিক ২৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার প্রায় ১৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯.৩৫ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।
																			
																		














