করোনায় খাদ্য সহায়তা না পেয়ে যশোরে বিক্ষোভ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
খাদ্য সহায়তা না পেয়ে যশোরে বিক্ষোভ করেছে করোনার প্রভাবে কর্মহীন দরিদ্র নারী-পুরুষ।
সকাল ১০টার দিকে যশোর শহরের রেলগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা । এ সময় জীবন বাঁচাতে অবিলম্বে খাদ্য সহায়তার দাবি জানান দরিদ্র্য মানুষ । খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনা ও পুলিশ সদস্যরা সহায়তার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেনা সদস্যরা মাইকিং করে সকলকে ঘরে ফিরে যেতে অনুরোধ করেন।