করোনায় খাদ্য সংকটে এলাকা ছাড়ছে কেশবপুরের ঐতিহ্য কালোমুখো হনুমান

- আপডেট সময় : ০৫:২৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
করোনায় খাদ্য সংকটে পড়েছে যশোরের কেশবপুরের ঐতিহ্য কালোমুখো হনুমান। কৌতুহলি পর্যটকের হাতের খাবার না পেয়ে দলছুট অনেক হনুমান এলাকা ছাড়ছে। সরকারি বরাদ্দের পাশাপাশি পশুপ্র্রেমিদের এগিয়ে আসার আহবান জানিয়েছে স্থানীয়রা।
যুগ যুগ ধরে অসংখ্য কালোমুখো হনুমান কেশবপুর উপজেলার রামচন্দ্রপুরসহ পৌর এলাকায় বসবাস করে আসছে। বেশ কয়েক বছর ধরে এদের জন্য সরকারিভাবে প্রতিদিন দু’বেলা কলা ও বাদাম দেয়া হয়ে থাকে। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকদের দেয়া খাবারে এদের চাহিদা মিটে থাকে। কিন্তু, করোনার কারণে এখন আর পর্যটকের দেখা মেলে না। সরকারি কলা-বাদাম খেয়েই দিন কাটছে তাদের। ক্ষুধার জ্বালায় পাঁচ শতাধিক হনুমান এখন ছড়িয়ে পড়ছে বিভিন্ন এলাকায়।
গাছের আম-পেয়ারাসহ অনেক খাবারই তাদের দিয়ে থাকেন বলে জানায়, স্থানীয়রা।হনুমানের জন্য পর্যাপ্ত খাদ্য ও নিরাপদ আবাস দরকার বলে মনে করে সচেতন মহল।হনুমান সংরক্ষণে নানা পদেক্ষেপ নেয়ার কথা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা।চলতি অর্থ বছরে হনুমানের খাদ্য বাবদ সাত লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।