করোনায় কত ভাগ শিক্ষার্থী ঝড়ে পড়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না : শিক্ষামন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
করোনা মহামারিতে ঠিক কতো ভাগ শিক্ষার্থী ঝড়ে পড়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
দুপুরে চাঁদপুরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় শিক্ষামন্ত্রী আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৯০ ভাগের বেশি শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে। শিক্ষার্থীদের উপস্থিতির হার এখনো শতভাগ নয়। পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে শিক্ষার্থীদের উপস্থিত আরো বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।