করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছাড়ালো পৌনে ১৪ হাজার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
অতীতের সব রেকর্ড ভেঙ্গে সারাদেশে আজ রেকর্ড সংখ্যক ১৩ হাজার সাতশ ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী ভাইরাসটি সারাদেশে আরও ২২০ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ হাজার ৬৩৯ জনে।
বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানান হয়, গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ২৪ শতাংশ। আর নতুন ১৩ হাজার সাতশ ৬৮ জনসহ মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জনে। এর আগে দেশে সর্বোচ্চ ১১ হাজার ৫২৫ জনের করোনা শনাক্তের তথ্য জানানো হয়েছিল গত ৬ জুলাই। এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় যে মৃত্যু হয়েছে, তা এ যাবৎ কালের দ্বিতীয় সর্বোচ্চ। রোববার সর্বোচ্চ সংখ্যক ২৩০ জনের মৃত্যুর তথ্য জানানো হয়।