করোনায় একদিনে মৃত্যুর সব রেকর্ড ভেঙ্গে ২৩০ জনের প্রাণহানী

- আপডেট সময় : ০৮:০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
করোনায় সব রেকর্ড ভেঙ্গে একদিনে সর্বোচ্চ প্রাণহানী ঘটলো ২৩০ জনের। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮৭৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের আশঙ্কা- সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতির আরো অবনতি ঘটবে। বর্তমান ভারতীয় ভ্যারিয়েন্টের মাধ্যমে শুধু বয়স্ক মানুষেরই নয়, তরুণদেরও মৃত্যু ঘটছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
করোনায় প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে ২৩০ জন। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩৩ জন এবং ৯৭ জন নারী। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৮৭৪ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত ১০ লাখ ২১ হাজার ১৮৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত অনলাইন বুলেটিনে সংস্থাটির মুখপাত্র অধ্যাপক রোবেদ আমিন আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে যদি করোনা নিয়ন্ত্রণে না আসে, পরিস্থিতি অত্যন্ত করুণ হয়ে উঠবে।
বিভাগ ভিত্তিক বিশ্লেষণে সব জেলাতেই করোনা ছড়িয়ে পরেছে এবং সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি। শনাক্তের হার ঢাকায় ৪৯ দশমিক ৮৭ শতাংশ, চট্টগ্রামে ১৮ দশমিক ২৯ শতাংশ, খুলনায় ১১ দশমিক ৪ শতাংশ। ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় রোগীর চাপ বাড়ছে।
এছাড়া বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন বিষয়ক কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানান, করোনা ভাইরাসের টিকা নেওয়ার ক্ষেত্রে এখন থেকে আর কেন্দ্র পরিবর্তন করার সুযোগ নেই। জানান,১৩ জুলাই থেকে মডার্নার টিকা দেওয়া শুরু হবে।