করোনায় আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশালে ও জামালপুরে করোনায় আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে।
ত্রিশালের সাখুয়া গ্রামে করোনায় আক্রান্ত হয়ে মেহেদি হাসান রনি নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন ডা. এবিএম মশিউল আলম জানান, সোমবার করোনা উপসর্গে নিজ বাড়ীতে মারা যাওয়ার পর স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ পিসিআর ল্যাবে পাঠায়। রিপোর্টে তার করোনা পজিটিভ পাওয়া গেছে। রনি গাজীপুরের জৈনা বাজারে ব্যবসা করতো। এক সপ্তাহ আগে সে গ্রামের বাড়িতে আসে। এ ঘটনায় ত্রিশালের সাখুয়া এলাকা লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
এদিকে গেল রাতে করোনা উপসর্গে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দুলাল মিয়া ময়মনসিংহের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।