করোনায় অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিমান বাহিনীর কর্মকর্তারা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
- / ১৫৮১ বার পড়া হয়েছে
চলমান করোনা মহামারী ও রমজান উপলক্ষে মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে দেশের গরীব অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিমান বাহিনীর কর্মকর্তারা।
কক্সবাজারের শেখ হাসিনা বিমান ঘাঁটির কর্মকর্তারা গরীব অসহায় মানুষের হাতে এই মানবিক সাহায্য তুলে দেন। এ বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহামারীর চলমান এই সংকটে, মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে বিমান বাহিনী প্রধান- এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের নির্দেশনায়, দেশজুড়ে থাকা বিভিন্ন বিমান ঘাঁটির কর্মকর্তারা এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। সেই ধারাবাহিকতায় বিমানঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানসহ দেশের বিভিন্ন বিমান ঘাঁটিতে ত্রাণ বিতরণের পাশাপাশি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবাও দেয়া হচ্ছে।
























