করোনার হটস্পট ব্রাজিলের মাঠে ফুটবল ফেরাতে মরিয়া ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট

- আপডেট সময় : ০৭:৫৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০
- / ১৬১৪ বার পড়া হয়েছে
করোনার হটস্পট হওয়ার পরও ব্রাজিলের মাঠে ফুটবল ফেরাতে মরিয়া ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। বেকারত্ব কমিয়ে অর্থনীতির চাকা সচল রাখতেই মাঠে ফুটবল ফেরাতে চান বলে জানান তিনি।
ফুটবলারদের কিছুই করতে পারবে না করোনাভাইরাস। তরুণ অ্যাথলেট বলে ভাইরাস সংক্রমণে তাদের মৃত্যুর আশঙ্কা খুবই কম। এমন চিন্তাতেই দেশটিতে ফুটবল ফেরাতে চান ব্রাজিল প্রেসিডেন্ট। তবে চাইলেই দেশের সবখানে ফুটবল চালু করতে পাবেন না তিনি। স্থানীয় ফুটবল লিগ চালু করার এখতিয়ার কেবল দেশটির রাজ্য আর পৌরসভাগুলোর। এদিকে, করোনাভাইরাসে বিপর্যস্ত ব্রাজিল। দেশটিতে প্রতিদিনই পাল্লা দিয়ে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। মৃত্যুর সংখ্যায় ফ্রান্সকে ছাড়িয়ে বিশ্বে চতুর্থ স্থানে উঠে এসেছে ব্রাজিল। মারা গেছে প্রায় ৩০ হাজার মানুষ। আক্রান্তের সংখ্যায় শীর্ষস্থানে থাকা যুক্তরাষ্ট্রের পরেই এখন পাঁচবারের ফুটবল বিশ্বকাপ জেতা দেশটি।