করোনার সঙ্গে যুদ্ধ করে চলে গেলেন সংগীত পরিচালক ফরিদ আহমেদ

- আপডেট সময় : ১২:২৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
২০ দিন করোনার সঙ্গে যুদ্ধ করে মৃত্যুবরণ করেছেন দেশের অন্যতম সংগীত পরিচালক ফরিদ আহমেদ। আজ সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।
১১ এপ্রিল থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন বরেণ্য এই সুরকার।তারও আগে মার্চের শেষ সপ্তাহে সস্ত্রীক করোনা পজিটিভ হন ফরিদ আহমেদ। অবস্থার অবনতি হলে ২৫ মার্চ রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরমধ্যে স্ত্রী শিউলি আক্তারের অবস্থা ভালো হলেও ফরিদ আহমেদের তেমন কোন উন্নতি হয়নি। চিকিৎসকরা জানান, ফুসফুসের ৬০ ভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে করোনাভাইরাসের আক্রান্তে। সঙ্গে ছিলো ডায়াবেটিস সংক্রান্ত জটিলতা। কলাবাগানের স্কুল মাঠে বাদ আছর জানাজার পর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ভাই। ২০১৭ সালে সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ফরিদ আহমেদ।