করোনার সংক্রমণ বাড়লেও এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পরিকল্পনা নেই : শিক্ষামন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
দেশে করোনার সংক্রমণ বাড়লেও এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। স্বাস্থ্যবিধি মেনে করোনার মোকাবিলা করাটাই এখন সরকারের পরিকল্পনা বলে জানান তিনি।
সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র…বিপিএটিসিতে সকালে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ১২ বছরের নিচের শিক্ষার্থীদের এখনই ভ্যাকসিন দেয়ারও কোন পরিকল্পনা নেই বলে জানান মন্ত্রী। তবে, তাদের শ্রেণি কার্যক্রম চলবে। করোনার বিষয়টি কঠোর মনিটরিং করা হচ্ছে বলে জানান তিনি। পরে, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের সংক্রমণের তথ্য না থাকায় খোলা রাখার পক্ষে মত দেয়া হয়েছে। তবে, স্বাস্থ্য অধিদপ্তর এদিকে নজর রাখছে। জাতীয় পরামর্শক কমিটির সঙ্গেও সমন্বয় করা হচ্ছে।’