করোনার মাঝেই দেদারছে চলছে ব্রাহ্মণবাড়িয়ার ইট ভাটা

- আপডেট সময় : ০৩:৫৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
করোনার আতঙ্কের মাঝেই দেদারছে চলছে ব্রাহ্মণবাড়িয়ার ইট ভাটা। সংঘবদ্ধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে জটলা পাঁকিয়ে কাজ করছে শ্রমিকরা। সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো পরিবেশ না থাকায় বাড়ছে করোনা সংক্রমনের ঝুঁকি। জেলা প্রশাসন বলছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
করোনা পরিস্থিতির কারণে গত ১১ এপ্রিল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় চলছে লকডাউন। ইতিমধ্যে বহু কারখানা বন্ধ ঘোষনা করা হয়েছে। তবে, জেলার ১৭০ টি ইটভাটায় এ নির্দেশনা মানা হচ্ছে না। চলছে ইট পোড়ানোর মহোৎসব। অস্বাস্থ্যকর পরিবেশেই শ্রমিকরা ইট তৈরির কাজ করছে। ফলে সংক্রমন ঝুঁকি বাড়ছে। শ্রমিকরা বলছে, কোনো উপায় না থাকায় তারা এভাবে কাজ করতে বাধ্য হচ্ছে।
স্থানীয় ইটভাটার মালিক জানান– সামাজিক দূরুত্ব বজায় রেখে স্বল্প পরিসরে কাজ করা হচ্ছে।
ইট ভাটায় সামাজিক দূরুত্ব বজায় রাখার পরিবেশ না থাকায়, করোনা সংক্রমনের ঝুঁকির কথা জানায় সচেতন মহল।
জেলা প্রশাসক জানান, এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সবদিক বিবেচনায় কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে বলে আশা করেন, সংশ্লিষ্টরা।