করোনার প্রভাবে স্থবির হয়ে পড়েছে বগুড়ার হোটেল-মোটেল, রেস্তোরাঁ ব্যবসা

- আপডেট সময় : ০২:৪৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
করোনার প্রভাবে স্থবির হয়ে পড়েছে বগুড়ার হোটেল-মোটেল, রেস্তোরাঁ ব্যবসা। টানা বিধিনিষেধে লোকসানে পড়েছে সব প্রতিষ্ঠান। আগামী অর্থবছরের বাজেটে এই খাত থেকে ভ্যাট ও সব ধরনের ট্যাক্স মওকুফ চান ব্যবসায়ীরা। সেই সঙ্গে বিশেষ প্রণোদনার দাবিও করছে তারা।
হোটেল-মোটেলগুলোতে চলছে এখন সুনসান নিরবতা। ক্রেতাদের পছন্দের সব আয়োজন নিয়ে অপেক্ষায় আছে উদ্যোক্তারা। লাখ লাখ টাকার বিনিয়োগ এখন ঝুঁকির মুখে। করোনার কারনে ক্রেতা নেই। গত বছরের মার্চ থেকে চলছে একই অবস্থা।
ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সরকারকে দিতে হচ্ছে বিভিন্ন ধরনের ট্যাক্স ও ভ্যাট। ভবন ভাড়া ও শ্রমিক-কমর্চারির বেতন-ভাতাও দিতে হচ্ছে নিয়মিত।
করোনার ক্ষতি কাটিয়ে উঠতে আগামী বাজেটে পাঁচ বছরের জন্য ভ্যাট-ট্যাক্স মওকুফের দাবি জানিয়েছে মালিক সমিতি। ছোট-বড় মিলিয়ে বগুড়ায় হোটেল-মোটেল, রেস্তোরাঁ রয়েছে তিন শতাধিক। এ শিল্পে জড়িয়ে আছে ৫০ হাজারেরও বেশি মানুষ।