করোনার প্রভাবে থমকে গেছে নাটোরের বিসিক শিল্প নগরী
- আপডেট সময় : ০৭:১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
করোনার প্রভাবে থমকে গেছে নাটোরের বিসিক শিল্প নগরী। আর্থিক সুবিধা না পেলে বন্ধ হয়ে যেতে পারে শিল্প প্রতিষ্ঠানগুলো। শ্রমিক ও শিল্প মালিকদের বাঁচাতে সরকারি প্রণোদনা দরকার, বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নাটোর শহরতলীল দত্তপাড়ায় ১৯৮৭ সালে পনেরো একর জমির ওপর নির্মিত হয় বিসিক শিল্প নগরী। শুরুতেই ৪৭টি প্লট বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ৩৬টি প্লটে গড়ে ওঠে পাটকল, কৃষি যন্ত্রাংশ উৎপাদন কারখানা, সার ও প্লাস্টিক ও এ্যালুমিনিয়াম কারখানার মতো ক্ষুদ্র ও মাঝারী আকারের শিল্প প্রতিষ্ঠান।
করোনার থাবায় দিনের পর দিন প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় মালিকদের গুণতে হচ্ছে লোকসান। চলছে শ্রমিক ছাটাই। ফলে বেকার হয়ে পড়ছে এলাকার শ্রমিক ও কর্মচারিরা । শিল্প প্রতিষ্ঠানের একজন মালিক জানালেন, শুরু করোনা নয় অবকাঠামোগত অসুবিধাও তাদের রয়েছে। তার মধ্যে সবচে বেশি প্রকট বিদ্যুত সমস্যা।
বিশ্ব মহামারীর এই সময় প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিকিকিনি বন্ধ। ফলে মালিকদের গুনতে হচ্ছে কোটি টাকার লোকসান। প্রধানমন্ত্রীর প্রণোদনা যেন তারা পান এই আবেদন করছেন তারা। শুধু পরিকল্পনা নয়, শিল্প বাঁচাতে দ্রুত গ্যাস সংযোগের দাবি মালিকদের। তারা চান বাড়তি অনেক সুযোগ সুবিধাও।






















