করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হওয়া দেশগুলোয় ভ্রমণ নিষেধাজ্ঞার নির্দেশনা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হওয়া দেশগুলোর সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার সকালে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য এক সম্মেলনে যাওয়ার সময় এ কথা বলেন জাহেদ মালিক। জানান, এ বিষয়ে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় অবগত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরকে নিষেধাজ্ঞা দিতে এ নির্দেশনা প্রদান করেন স্বাস্থ্যমন্ত্রী। ভাইরাসটি নিয়ে আতঙ্কিত না হয়ে দেশবাসীকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত করা হচ্ছে। সব বিমানবন্দর, স্থলবন্দর ও দেশের সব প্রবেশ পথে স্ক্রিনিং আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। সারাদেশে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে ও মাস্ক পরতে জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হচ্ছে। করোনার নতুন ধরনটি প্রথম শনাক্ত হয় গেলো সপ্তাহে দক্ষিণ আফ্রিকায়।