করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ময়মনসিংহ,কুড়িগ্রামে ও মাদারীপুরে মাস্ক বিতরণ

- আপডেট সময় : ০৪:৩৯:১২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ময়মনসিংহ,কুড়িগ্রামে ও মাদারীপুরে মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সকালে নগরীর গাঙ্গিনারপাড় এলাকার প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন দি ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীম। নগরীর বিভিন্ন শপিং মল এবং ফুটপাথে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে মাস্ক এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
করোনা সংক্রমনের দ্বিতীয় ধাপ প্রতিরোধ মূলক সর্তকতায় জনসাধারনের মাস্ক পড়ার উপর বিশেষ নজরদারি শুরু করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসক। এনডিসি হাসিবুল ইসলাম। এ সময় মাস্ক না পড়ার জন্য ১৫ জনের কাছে জরিমানা আদায় সহ পথচারীদের মাস্ক পরিয়ে দেয়া হয়।
মাদারীপুরে মাস্ক না পড়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করায় ২০ জনকে আটক করেছে পুলিশ। সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মিঞা বলেন, আটককৃতরা মাস্ক ছাড়াই রাস্তা চলাচল করায় তাদেরকে আটক করা হয়েছে। এক পর্যায়ে তারা নিজেদের ভুল বুঝতে পারায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয় হয়।