করোনার টিকাদান কর্মসূচি সফলে সবার সহযোগিতা চেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৬:১০ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
করোনার টিকাদান কর্মসূচি সফলে সবার সহযোগিতা চেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে স্বাস্থ্য অধিদপ্তরে সারাদেশে টিকাদান কর্মসূচির উদ্বোধনীতে তিনি এ আহ্বান জানান।
এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন কর্মসূচি নিয়ে সমালোচনা না করে, সহযোগিতা করলে তা সফল হবে। পরে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রলিভার হাসপাতালে করোনার টিকা নেন স্বাস্থ্যমন্ত্রী। করোনার টিকা কোভিডশিল্ড সম্পূর্ন নিরাপদ। বিভ্রান্ত না হয়ে দেশের সবাইকে করোনা টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
একইদিনে টিকা নেন, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, মৎস ও প্রানী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমসহ বিশিষ্টজনরা।ঢাকার অন্য কেন্দ্রে ভ্যাকসিন নিয়েছেন প্রধান বিচারপতি, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব।