করোনার কারণে হবিগঞ্জে বন্ধ হয়ে গেছে অর্ধশতাধিক কিন্ডারগার্টেন

- আপডেট সময় : ০১:৪৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
করোনার কারণে হবিগঞ্জে বন্ধ হয়ে গেছে অর্ধশতাধিক কিন্ডারগার্টেন। এতে বিপাকে পড়েছে শিক্ষক,কর্মচারিসহ অভিবাবকরা। সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠান খুললেও, বঞ্চিত হচ্ছে এ সব কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা। তবে জেলা প্রাথমিক শিক্ষা অফিস বলছে, দুশ্চিন্তার কারণ নেই। কাছের যে কোন সরকারি স্কুলেই ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা।
হবিগঞ্জ জেলায় বেসরকারি কিন্ডারগার্টেন রয়েছে প্রায় পাচশতাধিক। করোনার কারণে দীর্ঘ ১৮ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এর প্রভাব পড়েছে কিন্ডারগার্টেনগুলোতেও। শিক্ষকদের বেতন,প্রতিষ্ঠানের বাড়ি ভাড়াসহ আর্থিক সংকটের কারণে জেলার প্রায় অর্ধশতাধিক কিন্ডারগার্টেন বন্ধ হয়ে গেছে। আবার করোনায় অর্থনৈতিক চাপের কারণে অনেক শিক্ষার্থীর অভিভাবকরা চলে গেছেন গ্রামের বাড়ীতে। এতে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা।
দীর্ঘদিন বন্ধ থাকার পর স্কুলে আসতে পারায় খুশি শিক্ষার্থীরা। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় ও অভিভাবকরা বেতন না দেয়ায় প্রায় ৩০% স্কুল বন্ধ হয়ে গেছে বলে জানায়, স্থানীয় শিক্ষক নেতারা।
তবে বন্ধ হয়ে যাওয়া সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য কাজ চলছে বলে জানান, জেলা শিক্ষা অফিসার। বর্তমানে জেলায় ৫শ’ও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে বলে জানা গেছে।