করোনার কারণে বিদেশ ফেরত সব যাত্রীকে বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে

- আপডেট সময় : ০৭:২১:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
করোনার কারণে বিদেশ ফেরত সব যাত্রীকে বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ সময় বাড়ীতেও সে পৃথক থাকবে এবং কারো সাথে মিশবে না। যে বিষয়টি অমান্য করবে তাকে জরিমানা করা হবে। বিধানটি না মানলে ওই ব্যক্তির কারণে অন্য কেউ আক্রান্ত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে, সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, বিদেশ থেকে আসার পরে কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি বাধ্যতামূলক। সরকারি-বেসরকারি সবাইকে এটি মানতে হবে। ইতোমধ্যে সরকারি এক পদস্থ কর্মকর্তাকে নিয়ম অমান্যের কারণে জরিমানা করা হয়েছে। কেউ অমান্য করার কারণে অন্য কেউ সংক্রমিত হলে ওই ব্যক্তিকে আইনানুগ কঠোর সাজা দেয়া হবে।