করোনার কারণে কুমিল্লা হাইওয়ের পাশে গড়ে ওঠা অনেক হোটেলই এখন বন্ধ
- আপডেট সময় : ০৫:৩০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
করোনার কারণে কুমিল্লা হাইওয়ের পাশে গড়ে ওঠা অনেক হোটেলই এখন বন্ধ। দূরপাল্লার যাত্রী কম থাকায় লোকসানের কারণে হোটেল বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকরা। ঢাকা থেকে চট্টগ্রাম, নোয়াখালী ও চাঁদপুর রুটের দূরপাল্লার যানবাহনগুলো চলার পথে যাত্রা বিরতি দেয় কুমিল্লায়। এসব যাত্রীদের কেন্দ্র করে এখানে অন্তত ৮০টি হাইওয়ে হোটেল গড়ে উঠেছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে এ শিল্পের সাথে জড়িত অন্তত ১০ হাজার কর্মচারী। নিম্ন আয়ের এসব শ্রমিকের জন্য সরকারি সাহায্যের প্রত্যাশা করছেন হোটেল মালিকরা।
স্বাধীনতার পর থেকে মহাসড়কের যাত্রীদের কেন্দ্র করে কুমিল্লা অংশে গড়ে উঠে অনেক হাইওয়ে হোটেল। ইতিহাসে এই প্রথম করোনা প্ররিস্থিতির কারনে অন্যান্য শিল্পের মতো গভীর সংকটে পড়েছে এ হোটেলগুলো। গত চার মাস ধরে লোকসান গুনতে গুনতে ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে অনেক হোটেল। ফলে কর্মহীন মানবেতর জীবন কাটাচ্ছে এ শিল্পের প্রায় ১০ হাজার শ্রমিক।
বৈশ্বিক এ মহামারীর কারনে যানবাহন চলাচল কম থাকায়, প্রভাব পড়েছে হাইওয়ে হোটেলগুলোতে। এই পরিস্থিতিতে প্রনোদনার জন্য সরকারের প্রতি আহবান জানান, হোটেল মালিক সমিতির এই নেতা। সংকটময় এ পরিস্থিতিতে কুমিল্লা অংশের হাইওয়ে হোটেলগুলোর সমস্যা নিরসনে সরকারের সহযোগিতা চেয়েছেন মালিক ও শ্রমিকরা।





















