করোনার উৎস সম্পর্কে গবেষণা করতে চীন সফর করতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আপডেট সময় : ০৮:১৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের উৎস সম্পর্কে গবেষণা করতে যতো তাড়াতাড়ি সম্ভব চীন সফর করতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস একথা জানিয়েছেন।
এক সংবাদ সম্মেলনে তেদরোস বলেন, তারা পরিকল্পনা করছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব কাজের নামার আশায় রয়েছেন। এর আগে ডিসেম্বরের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, কোভিড-১৯ রোগটি সৃষ্টিকারী ভাইরাসের সম্ভাব্য উৎস বের করার সব চেষ্টা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভবিষ্যতে করোনার বিস্তার ঠেকাতে এর উৎস জানা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। এসময় তেদরোস আরো বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনাভাইরাস-রহস্যের গভীরে যাওয়ার ইচ্ছা রয়েছে। যেসব সমালোচক বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা ব্যবস্থাপনা নিয়ে এবং চীন সম্পর্কে পক্ষপাত নিয়ে কথা বলছেন, তাঁদেরকে বিষয়টি রাজনীতিকীকরণ না করার আহ্বান জানান তিনি।




















