করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দু’জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে।
ভোর রাতে মারা যান ৭০ বছর বয়সের এক বৃদ্ধ। অপরদিকে দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান এক নারী। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরার মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম। মৃত ব্যক্তিরা হলেন, দেবেহাটা উপজেলার পাঁচপোতা গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী সেলিনা বেগম ও সদর উপজেলার রইচপুর গ্রামের মৃত ইজার আলীর ছেলে আয়ুব আলী। ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে ২৩ মে সেলিনা বেগম মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশেনে ভর্তি হন। পরে দুপুরে তার মৃত্যু হয়। এদিকে, বৃদ্ধ আয়ুব আলী একই উপসর্গ নিয়ে ২২ মে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশেনে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তার মৃত্যু হয়।