করোনার উপসর্গ নিয়ে খুলনা ও নড়াইলে দু’জনের মৃত্যু

- আপডেট সময় : ০৯:০০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
করোনার উপসর্গ নিয়ে খুলনা ও নড়াইলে দু’জনের মৃত্যু হয়েছে।
করোনার উপসর্গ নিয়ে খুলনায় খাদিজা নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে তিনি মারা যান। ওই ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, কিডনী ও ডায়াবেটিসের সাথে কিছু করোনা উপসর্গ নিয়ে শনিবার রাত ৯টার দিকে ভর্তি করা হয় খাদিজাকে। ভোরে তিনি মারা যান। তার বাড়ি নগরীর টুটপাড়া এলাকায়। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য তার নমুনা পরীক্ষা করা হবে।
এদিকে, করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে নড়াইলের কালিয়া উপজেলার মহাজন গ্রামের নিজ বাড়িতে ফেরার দু’দিন পর বিশ্বজিৎ রায় চৌধুরী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ঢাকার একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ডের চাকুরী করতেন। বিশ্বজিতের ভাতিজা জানান, ঢাকা থেকে আসার পর করোনা উপসর্গ থাকায় বাড়ির আলাদা একটি ঘরে হোম কোয়ারেন্টাইনে রাখা হয় তাকে। সকালে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের মাঝে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে।