করোনার উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক ভ্যানচালকের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১০:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ময়মনসিংহে করোনার উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আব্দুল কাদের নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে নগরীর এস.কে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি । ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক জাকিউল ইসলাম জানান, ফুলবাড়ীয়া উপজেলার কালিবাজাইল গ্রামের সমেদ আলীর ছেলে আব্দুল কাদেরকে জ্বর, পেটব্যথা এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রোববার রাতে এস.কে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গেলো সোমবার দুপুরে মারা যায় সে।