করোনারোধে টিকা দেওয়ার ক্ষেত্রে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে সারাদেশে

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
করোনারোধে টিকা দেওয়ার ক্ষেত্রে সারাদেশে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। কিন্তু, জন্ম নিবন্ধন দিয়ে করা রেজিস্ট্রেশনকারীদের টিকা নিতে বিড়ম্বনা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কেউ কেউ বলছে, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের চাপেই টিকা নিতে বাধ্য হচ্ছেন তারা। রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে দেখা যায় উপচে পড়া ভিড়।
সকাল ৮টা থেকেই সাধারণ মানুষের উপস্থিতি জানান দিচ্ছে টিকা এখন কতটা জরুরী।
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিত্র এটি। উপস্থিতির অধিকাংশই ব্যক্তিই ভ্যাকসিন নিতে লাইনে অপেক্ষা করছেন দুই থেকে ৩ ঘন্টা।
আবার অনেকেই দূর-দূরান্ত থেকে এসেছেন পছন্দের কেন্দ্রে টিকা নিতে। কেউ কেউ আবার পছন্দের টিকার আব্দার করছেন।
ভ্যাকসিন দিতে যারা জন্ম নিবন্ধনে রেজিস্ট্রেশন করেছেন, তাদের অনেকেই ঘুরছেন হাসপাতালে। অভিযোগ, টিকা নিতে পারছেন না।