করোনাভাইরাস পরীক্ষার মধ্য দিয়ে মাঠে ফেরার প্রথম ধাপ শেষ করেছে বার্সেলোনা

- আপডেট সময় : ০৭:৫৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
করোনাভাইরাস পরীক্ষার মধ্য দিয়ে মাঠে ফেরার প্রথম ধাপ শেষ করেছে বার্সেলোনা। বুধবার করোনা ভাইরাস পরীক্ষা করানোর পরদিন বৃহস্পতিবারই মেসি-সুয়ারেজরা অনুশীলনের সবুজ সংকেত পেয়েছেন। পরীক্ষায় সব খেলোয়াড়ের ফলই নেগেটিভ এসেছে। তাই আজ থেকেই অনুশীলন শুরু করবেন তারা।
কাতালান রেডিও আরএসি-ওয়ানের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে মেসিদের করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ আসার সংবাদ প্রচার হয়। বুধবার ক্লাবের ট্রেনিং কমপ্লেক্সে কোভিড-১৯ পরীক্ষা করা হয় তাদের। এর ফলে অনুশীলনে ফেরার জন্য এখন প্রস্তুত দলটি। অবশ্য সব খেলোয়াড়ের করোনা পরীক্ষা করানো এখনো সম্ভব হয়নি। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা উসমান দেম্বেলের পরীক্ষা এখনো হয়নি। তবে মেসি-সুয়ারেজদের সঙ্গে অনুশীলনে নামার আগে তার পরীক্ষা করা হবে। আগামী সোমবারই তার পরীক্ষা হওয়ার কথা। লা-লিগা মাঠে ফেরানোর লক্ষ্যে চার ধাপের প্রস্তুতি পর্ব বেঁধে দিয়েছে স্পেন সরকার। করোনাভাইরাস পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো প্রথম ধাপ। আজ থেকে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন শুরু করবেন মেসি-সুয়ারেজরা। তবে দ্বিতীয় ধাপের শর্ত অনুযায়ী, শুরুতে ব্যক্তিগত কিংবা ছোট গ্রুপে বিভক্ত হয়ে অনুশীলন করতে পারবেন তারা।