করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম একজনের মৃত্যু হয়েছে

- আপডেট সময় : ০৬:২২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম একজনের মৃত্যু হয়েছে। সারাদেশে বিদেশ ফেরত ৮ শতাধিক মানুষকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদিকে, মানিকগঞ্জে লিফলেট বিতরণসহ সতর্কতামূলক নির্দশনা দেয়া হলেও মানছে না কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা।
ময়মনসিংহে করোনাভাইরাস সন্দেহে বিদেশ ফেরত ১১৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে বেশীরভাগই সৌদিআরব, মালয়েশিয়া ও দুবাই ফেরত।
মানিকগঞ্জে ৩২৭ প্রবাসীর শরীরে করোনা ভাইরাসের উপসর্গ না থাকলেও ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সম্প্রতি ইতালি, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব ও সিঙ্গাপুর থেকে ছুটিতে এসেছেন তারা ।কিন্ত প্রশাসনকে উপক্ষো করে প্রবাসীরা কোয়ারেন্টাইনে ছেড়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।
কুমিল্লায় করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে দুপুর পর্যন্ত ১৮২ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
ফেনীতে বিদেশ থেকে আসা ৫৪ জন এবং তাদের পারিবার মিলিয়ে মোট ১৬৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
গাইবান্ধায় বিদেশ ফেরত ৩৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।এর মধ্য ৪জন চীনের নাগরিক রয়েছে।
গত ২৪ ঘন্টায় বিদেশ ফেরত সাতক্ষীরার আরো নতুন ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে নিয়েছে স্বাস্থ্য বিভাগ।এনিয়ে গত তিন দিনে বিদেশ ফেরত সাতক্ষীরার ৩৭ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।
সিরাজগঞ্জে গত ২৪ ঘন্টায় বিদেশ থেকে আসা আরও ১২ জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলার ৫টি উপজেলায় মোট ৩৩ জনকে পর্যবেক্ষণে রাখা হলো।
এছাড়া কুড়িগ্রাম, গোপালগঞ্জ,ঝিনাইদহ,পটুয়াখালী,কুষ্টিয়া,পিরোজপুর,রাঙামাটি,মাদারীপুরসহ সারাদেশে আরো …. মানুষ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।