করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৬২ জনে দাঁড়িয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫২:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৬২ জনে দাঁড়িয়েছে। মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে জানানো হয়েছে, রোববার একদিনেই নতুন করে ২ হাজার ৮২৯ জনের শরীরে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এতে এ পর্যন্ত আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ২০৫ জন। হুবেইপ্রদেশে আরও ৫৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে চীনে এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬১ জন। ফিলিপিন্সে মারা যাওয়া ব্যক্তিও চীনের নাগরিক। সব মিলিয়ে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৬২ জনে। চীনের বাইরে দুই ডজনের বেশি দেশ ও অঞ্চলে অন্তত দেড়শো মানুষের দেহে এই করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ছে। আর বিশ্বে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে।