করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় কাল সোমবার থেকে সারাদেশে লকডাউন শুরু হচ্ছে

- আপডেট সময় : ০১:৪০:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় কাল সোমবার থেকে সারাদেশে লকডাউন শুরু হচ্ছে। এক সপ্তাহের লকডাউনের শুরুর দিন থেকেই গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, কাল সোমবার থেকে গণপরিবহন বন্ধ থাকবে। তবে পণ্যপরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টস সামগ্রী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। কোভিড-১৯ সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত কয়েক দিন ধরেই প্রতিদিন ৬হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। গত শুক্রবার একদিনে শনাক্ত ৭হাজারের কাছাকাছি পৌঁছায়। বিশেষজ্ঞরা বলছেন, সারা দেশে করোনার ইউকে ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ায় কাজ করছে না আগের তৈরি হওয়া এন্টিবডি। এদিকে, সকাল থেকেই রাজধানী ছাড়ছেন নগরের বহু মানুষ। সপ্তাহের প্রথম কর্মদিবস হলেও সোমবার থেকে লকডাউন ঘোষণার কারণে নগরী ছাড়তে শুরু করেছেন তারা।