করোনাকালে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করা অগ্রহণযোগ্য : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
- আপডেট সময় : ০৮:০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
করোনাকালে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। দুপুরে তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জরুরি বৈঠকশেষে এ কথা বলেন তিনি। মন্ত্রী জানান, দুই হাজার সাংবাদিককে ঈদে দুই কোটি টাকা উপহার দেয়া হবে। প্রত্যেকে পাবেন ১০ হাজার টাকা। আর করোনাকালে খাদ্য সংকটে থাকা কেউ ট্রিপল-থ্রি নম্বরে কল দিলে তাকেও তালিকাভুক্ত করে খাদ্য সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।
রোববার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে বৈঠকে বসে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। এসময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জানান, করোনাকালে সাংবাদিকদের সহায়তায় সরকার আপাতত ২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে আরো ২০০ জন সাংবাদিককে সহায়তা করা হবে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জানান, করোনা সংক্রমণ রোধে সরকার সর্বোচ্চ পদক্ষেপ নিচ্ছে। কিন্তু জনগনের জীবন ও জীবীকা রক্ষার্থেই সরকারকে লকডাউন শিথিল করতে হচ্ছে।
সচিবালয়ে সার্বিক ত্রাণ বরাদ্দ ও বিতরণ কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তিনি জানান- কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে লকডাউনের কারণে কর্মহীন মানুষের মানবিক সহায়তায় সরকার এ পর্যন্ত ৫৭৪ কোটি ৯ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। এতে উপকৃত হবে প্রায় এক কোটি ২৪ লাখ পরিবার ।
ত্রাণ প্রতিমন্ত্রী জানান, সাহায্য প্রার্থী সবাইকে তালিকাভুক্ত করে খাদ্য সহায়তা দিতে সিটি কর্পোরেশনগুলোকে নির্দেশ দিয়েছে মন্ত্রনালয়।
























