করোনাকালীন সময়ে ঠাকুরগাঁওয়ে সাংবাদিককদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করোনাকালীন সময়ে ঠাকুরগাঁওয়ে সাংবাদিককদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার সন্ধায় ঠাকুরগাঁও প্রেসক্লাবে জেলার ২৯ জন সাংবাদিকের মাঝে প্রত্যেককে ১০ হাজার টাকার চেক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন,যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠুসহ অন্যরা।