করোনা মোকাবেলায় সরকারকে সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত জাতীয় পার্টি

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
করোনা মোকাবেলায় সরকারকে সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত জাতীয় পার্টি। রাজধানীতে এক সচেতনতামুলক অনুষ্ঠানে এ কথা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় যুবসংহতি আয়োজিত করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করেন তিনি। এসময় জিএম কাদের বলেন, করোনা মোকাবেলায় সরকার জাতীয় পার্টিকে সব সময় কাছে পাবে। তিনি আরও বলেন, বাংলাদেশ ঘনবসিতপূর্ণ দেশ। একারণে করোণা ভাইরাস মোকাবেলায় সচেতনতার বিকল্প নেই। এই ভাইরাস বিশ্বমানবতাকে কি পরিমান ক্ষতির সামনে দাঁড় করাবে তা নিরুপন করা কঠিন। তিনি বলেন, এটি মোকাবেলায় সরকার বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে। তবে, তা কতটুকু কাজে আসবে এ নিয়ে সন্দেহ রয়েছে। সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহবান জানান, জি এম কাদের।