করোনা মোকাবিলায় শহরগুলোতে স্বাস্থ্য কাঠামোর উন্নয়নের পরামর্শ সুজনের

- আপডেট সময় : ০৮:৪৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
করোনা মোকাবিলায় শহরগুলোতে স্বাস্থ্য কাঠামোর উন্নয়নসহ বৈষম্যমুলক রাজনৈতিক সুবিধা নেয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। দুপুরে সুজন আয়োজিত করোনাভাইরাসের মহামারী, বিরাজমান বাস্তবতা ও করনীয় শীর্ষক ভার্চুয়াল বৈঠকে এই পরামর্শ দেন তারা।
দেশে করোনার সংক্রমণের বাস্তবতা তুলে ধরে এ থেকে উত্তরণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেই এই ভার্চুয়াল বৈঠকের আয়োজন করে সু-শাসনের জন্য নাগরিক-সুজন।
সুজন সম্পাদক অধ্যাপক ড. বদিউল আলম মজুমদারের পরিচালনায় আলোচনার শুরুতেই স্বাস্থ্য সেবার মানোন্নয়নসহ করোনা মোকাবিলায় সরকারকে কয়েকটি বিষয়ে উদ্যোগ নেয়ার আহবান জানান গণমাধ্যম ব্যক্তিত্বরা। পাশাপাশি সরকারকে রাজনৈতিক ও বৈষম্যমূলক সিদ্ধান্ত পরিহারের আহবান জানান তারা।
পরে আলোচনায় অংশ নিয়ে আরো বেশি স্বাস্থ্যকর্মী তৈরি করার পরামর্শ দেন আইইডিসিআর-এর উপদেষ্টা ড. মোস্তাক হোসেন।
এ সময় করোনা মোকাবিলায় সরকারের সুচিন্তিত কোন পরিকল্পনা নেই বলে দাবি করেন, রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল। আর গণস্বাস্থের কিট দিয়ে পরীক্ষার অনুমতি দিতে সরকারকে বাধ্য করার আহবান জানান, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স।