করোনা ভাইরাস নিয়ে আতংকিত হওয়ার কিছু নেইঃ স্বাস্থ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা কম। তাই আতংকিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। তিনি বলেন, এটি ছোঁয়াচে রোগ। সবাই সতর্ক হলে এ থেকে নিজেদের রক্ষা করা সম্ভব হবে।
বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়ায় দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন। তিনি আরো বলেন, করোনা ভাইরাস সম্পর্কে সবাইকে সাবধান থাকতে হবে। কেউ আক্রান্ত হলে, সংগে সংগে হাসপাতালে ভর্তি করতে হবে। আক্রান্ত রোগীর কাছে যাওয়া যাবে না। ডাক্তার যেভাবে চিকিৎসা ও পরামর্শ দেবেন, সেভাবেই চলতে হবে।