করোনা ভাইরাসের কবলে পড়ে অবশেষে স্থগিত হতে যাচ্ছে টোকিও অলিম্পিক

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের কবলে পড়ে অবশেষে স্থগিত হতে যাচ্ছে টোকিও অলিম্পিক। তবে, ঠিক কতোদিন পেছাচ্ছে এই আসর– তা এখনো চূড়ান্ত হয়নি। চার সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি- আইওসি।
আইওসির এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। করোনার কবলে বিশ্বজুড়ে একের পর এক স্পোর্টস ইভেন্ট যখন স্থগিত হচ্ছে, তখন বিপরীতমুখী অবস্থানে ছিলো বিগেস্ট শো অন আর্থ অলিম্পিক। আয়োজক টোকিও আর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি যথাসময়ে আসর আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ ছিলো। কিন্তু করোনা ভাইরাস প্রবল হয়ে ওঠায় শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে যেতে হচ্ছে আইওসিকে। ৪৫ দিন থেকে থেকে ১ বছর পর্যন্ত পেছানোর সম্ভাবনা আছে এবারের আসর। এদিকে, করোনা আতঙ্কে টোকিও অলিম্পিকে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে কানাডা ও অস্ট্রেলিয়া।