করোনা জয় করে ফিরেই আলো ছড়ালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
করোনা জয় করে ফিরেই আলো ছড়ালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। স্পেৎজিয়ার বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে জুভেন্টাস। তাতে জোড়া গোল করেছেন সিরিআরসেভেন।
স্পেৎজিয়ার বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। দলের সেরা তারকাকে ছাড়া ম্যাচের ১৪ মিনিটে লিড নেয় জুভেন্টাস। যদিও সমতায় ফিরতে সময় নেয়নি স্পেৎজিয়া। ৩২ মিনিটে স্কোর লাইন ১-১ করেন পুবেগা। ৫৬ মিনিটে সমতায় চলতে থাকা ম্যাচে মাঠে নামেন রোনালদো। মিনিট দুয়েকের মধ্যেই পেয়ে যান গোলের দেখা। ওখানেই শেষ না মাঝে রাবিওতের এক গোলের পরা একেবারে শেষদিকে পেনাল্টি থেকে জোড়া পূর্ণ করেন সিআরসেভেন। তাতেই ৪-১ এর সহজ জয়ে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। এদিকে, উদিনেসের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে এসি মিলান। আর তোরিনোকে ৪-৩ গোলে হারিয়েছে লাৎসিও।