করোনা আক্রান্ত জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশ জাতীয় দলের দুই নারী ক্রিকেটার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
যে শঙ্কায় মাঝপথেই টুর্নামেন্ট বাতিল করে দেশে ফেরত পাঠানো হয়েছিল নারী ক্রিকেটারদের, সেটাই সত্যি হলো। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জিম্বাবুয়ে থেকে ফেরা বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার।
ফেরার পথে ও দেশে আসার পর নারী ক্রিকেটার, কোচ ও কর্মকর্তাদের অনেকবার করোনা পরীক্ষা করা হয়েছে। দুপুরে পাওয়া পরীক্ষায় দুই জনের কোভিড পজিটিভ আসে। তাদের আইসোলেশনে পাঠানো হয়েছে। বাকিরা ঢাকার একটি হোটেলে কোয়ারেন্টিনে আছেন। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে ঢাকায় পৌঁছানোর পরপরই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যেতে হয় গোটা দলকে। সবার নেগেটিভ ফল এলে আজ ১২টায় তাদের হোটেল ছেড়ে বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। বিসিবি প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা ছিল এদিন। কিন্তু দুই জন পজিটিভ হওয়ায় বাতিল হয়ে যায় সেটি।