করোনায় বাতিল করা হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চলতি মৌসুম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩১:২২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
অবশেষ করোনায় বাতিল করা হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চলতি মৌসুম। থাকছে না রেলিগেশন ও প্রমোশন। বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে এমনটাই জানান সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।
দীর্ঘদিন দোলাচলে বিপিএলের এবারের আসরের মাঠে ফেরা নিয়ে। চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আজ বৈঠকে বসেন বাফুফের শীর্ষ কর্তারা। সভাপতি কাজী সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভা। করোনার সম্প্রতি পরিস্থিতি বিবেচনা আর ক্লাবগুলোর অনুরোধে চলমান মৌসুম বাতিলের সিদ্ধান্ত নেয় বাফুফের নির্বাহী কমিটি। এদিকে, করোনাভাইরাসের কারণে স্বাধীনতা কাপের এবারের আসরও বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।