করোনার প্রভাব কাটিয়ে কবে থেকে শুরু হবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০১:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
করোনার প্রভাব কাটিয়ে কবে থেকে শুরু হবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। তেমন কোন ধারণা নেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট নিয়েও ধোঁয়াশায় বোর্ড প্রধান।
এখন খেলা নিয়ে কোন আলোচনা হচ্ছে না বলে জানান তিনি। করোনায় স্থবির হয়ে আছে ক্রীড়াঙ্গন। যার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে আছে ঢাকা প্রিমিয়ার লিগের এবার আসর। ঈদের পর ঢাকা লিগ শুরুর জন্য বিসিবির কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। তবে এ মহামারির সংকটময় মুহূর্তে খেলা শুরুর কোন সম্ভাবনা দেখছেন না বোর্ড প্রধান নাজমুল হাসান।