করোনার কঠোর বিধিনিষেধে হাহাকার বাড়ছে নিম্ন আয়ের মানুষের

- আপডেট সময় : ০৭:৫২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
করোনার ছোবল আর কঠোর বিধিনিষেধের কবলে পড়ে হাহাকার বাড়ছে নিম্ন আয়ের মানুষের। কাজ হারিয়ে পথে বসছেন অনেকে। আয়ের পথ কমে যাওয়ায় মধ্যবিত্ত মানুষও লাইন দিচ্ছেন কম মূল্যে টিসিবি পণ্য কিনতে। এদিকে লকডাউনের ষষ্ঠ দিনে রাজধানীতে ব্যক্তিগত গাড়ি চলাচল বাড়ায় কিছু কিছু সড়কে দেখা দেয় যানজট। অপরদিকে রাস্তায় বেড়েছে সাধারণ মানুষের চলাচলও। আইনশৃখলা বাহিনী তৎপর থাকলেও নানা অজুহাত দিয়ে পার পেয়ে যাচ্ছেন বেশিরভাগ মানুষ।
করোনার প্রকোপ বাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ দিয়েছে সরকার। ২০২০ সালের লকডাউনের ক্ষতি সামাল দিয়ে উঠার আগে দ্বিতীয় দফায় কঠোর বিধি-নিষেধের কবলে পড়ে আর্থিক সংকটে পড়ছে রাজধানীর নিম্ন আয়ের মানুষ।
দৈনিক আয় বন্ধ হয়ে যাওয়া সংসার চালাতে কষ্ট হচ্ছে তাদের। খাদ্য পণ্য কেনার জন্য এসব মানুষ লাইন দিচ্ছেন টিসিবির ট্রাক সেলে। করোনা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আসলে নিম্ন আয়ের এসব মানুষের অবস্থা আরো করুণ হওয়ার আতকংকে রয়েছেন তারা।
এদিকে লকডাউনের ষষ্ঠ দিনে সড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেড়ে যাওয়া নগরীর বিভিন্ন মোড়ে যানজট সৃষ্টি হয়।
রাজধানীর জুড়ে ছিলো সেনাবাহিনী, রেব পুলিশসহ আইন-শৃখলা বাহিনী তৎপরতা। অপ্রয়োজনে বের হওয়া নাগরিক এবং পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তারা।
ব্যাংকে লেনদেন ও চিকিৎসার প্রয়োজনে মানুষ বের হচ্ছেন বলে জানায় আইন-শৃখলা বাহিনী।