করোনাভাইরাসে সবচেয়ে বড় প্রভাব পড়েছে ইউরোপিয়ান ফুটবলে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের প্রভাব অব্যাহত বিশ্ব ক্রীড়াঙ্গনে। সবচেয়ে বড় প্রভাব পড়েছে ইউরোপিয়ান ফুটবলে। এক বছর পিছিয়ে ২০২১ সালে হবে ইউরো ২০২০। সুইজারল্যান্ডের নিওনে ইউরোপের লিগগুলোর কমিটি, ইউরোপিয়ান ক্লাব ও ফুটবলার্স অ্যাসোসিয়েশনের সাথে বৈঠকে বসে উয়েফা।
প্রায় সব দেশই লিগ বন্ধ থাকায় মৌসুম শেষ করতে ইউরো পেছানোর দাবি তাদের। তবে ইউরোপিয়ন কাপ নির্ধারিত সময়ে না হলে ক্লাবগুলোর কাছে তিনশ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ তহবিল দাবি করে উয়েফা। ক্লাবগুলোর মতামতের ভিত্তিতে ইউরোপের ৫৫ সদস্য দেশের সাথে আলোচনার পর শেষ পর্যন্ত মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর একবছর পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় উয়েফা। ২০২১ সালের জুলাইয়ে অনুষ্ঠিত হবে এবারের ইউরো। এদিকে, ইউরো ছাড়াও এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে উয়েফা ন্যাশনস লিগ এবং ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ।