করিডর ইস্যুতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিভ্রান্তি ছড়াচ্ছেন: রিজভী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / ২০৪৭ বার পড়া হয়েছে
করিডর ইস্যুতে উদ্দেশ্যমূলকভাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বিভ্রান্তি ছড়াচ্ছেন, এমন অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, খলিলুর রহমানের দেশের প্রতি কোনো অবদান নেই। জননিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে তাকে রাখা যৌক্তিক নয়। দ্বৈত নাগরিকত্ব প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে খলিলুর রহমান ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে প্রোপাগান্ডা ছড়িয়েছেন, যা অত্যন্ত নিন্দনীয়। তিনি আরও বলেন, রাষ্ট্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই। করিডরের মতো স্পর্শকাতর বিষয়ে সরকার বা তার কোনো উপদেষ্টার একক সিদ্ধান্ত নেয়ার অধিকার নেই। বলেও জানান রিজভী।