করতোয়া নদীতে সেতু না হওয়ায় পিছিয়ে পড়ছে মীরগড়ের উন্নয়ন

- আপডেট সময় : ০১:৫৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫০৭ বার পড়া হয়েছে
একাধিকবার মাপজোখ ও নকশা করা হলেও পঞ্চগড়ের মীরগড়ে করতোয়া নদীর উপর ব্রিজ নির্মাণ হয়নি। নদী কেন্দ্রীক অর্থনীতিতে সেতুর অভাবে পিছিয়ে পড়ছে স্থানীয়রা। সড়ক ও সেতু বিভাগ বলছে, প্রয়োজনী তথ্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন ও বরাদ্দ পেলেই নির্মিত হবে।
পঞ্চগড় শহর থেকে পাঁচ কিলোমিটার দূরের পথ মীরগড়। এলাকাটি ভারতীয় সীমান্ত ঘেষা। করতোয়া নদীর ঝকঝকে বালি ও নূড়ি পাথর অর্থনৈতিক স্বচ্ছলতা এনে দিয়েছে স্থানীয়দের।
শুষ্ক মৌসুমে নড়বড়ে কাঠের সাঁকো দিয়ে পারাপার করা গেলেও বর্ষা মৌসুমে ঝুঁকি নিয়েই পারাপার করতে হয়। কোন যান চলাচলের সুযোগ না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা।
মীরগড়ে ব্রিজ নির্মিত হলে শহরে ভারী যানবাহনের চাপ ও যানজট কমে আসবে। এছাড়া পঞ্চগড় থেকে বাংলাবান্ধা সড়ক যোগাযোগে নতুন দিগন্ত উম্মোচিত হবে। জানালেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের এ সদস্য।
পঞ্চগড় সড়ক ও সেতু বিভাগ বলছে, ব্রিজ নির্মাণের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমতি ও বরাদ্দ পাওয়া গেলে ব্রিজটি নির্মিত হবে।
সংশ্লিষ্টরা বলছেন, ব্রিজটি নির্মিত হলে পঞ্চগড় থেকে ১৫ কিলোমিটার সড়ক দূরত্ব সাশ্রয় হবার পাশাপাশি শহরের উপরে যানবাহনের চাপ কমে আসবে।