কয়েকজন উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে: ড. খন্দকার মোশাররফ

- আপডেট সময় : ০৯:৪৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / ১৫১৬ বার পড়া হয়েছে
ডিসেম্বরে নির্বাচন আয়োজনে রোডম্যাপ না দিলে অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা বিএনপির জন্য কঠিন হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিকেলে গুলশানে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ড. খন্দকার মোশাররফ বলেন, কয়েকজন উপদেষ্টা একটি রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করায় তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ কারণে অপসারণের দাবী জানিয়েছে বিএনপি । স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম বন্দর, করিডর এসব বিষয়ে সিদ্ধান্ত এখতিয়ার নেই অন্তবর্তী সরকারের।
দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকের বিষয়বস্তু তুলে ধরতে বৃহস্পতিবার বিকেলে গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের এই আয়োজন।
এসময় স্থায়ী কমিটির সদস্যরা বলেন, ফ্যাসিবাদ পতনের সাড়ে নয় মাস পার হলেও জনআকাঙ্ক্ষা কতটুকু পূরণ হয়েছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে ।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির সমর্থন রাখা সম্ভব নয়।
অন্তবর্তী সরকারের মধ্যে ফ্যাসিবাদের দোসরা রয়েছে,উল্লেখ করে তিনি বলেন কয়েকজন উপদেষ্টা একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করছে। সট: ড. খন্দকার মোশাররফ
আইন আদালতের প্রতি সম্মান দেখিয়ে, ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইসরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করাবে অন্তর্বর্তী সরকার এমন প্রত্যাশা আমির খসরু মাহমুদ চৌধুরীর। কথা বলেন চট্টগ্রাম বন্দর নিয়েও।
ঐক্যমতের ভিত্তিতে দেশ পরিচালনা করার আহবান জানান বিএনপি’র স্থায়ী কমিটির সদস্যরা।