কম দামে টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম স্থগিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
আজ থেকে কম দামে টিসিবি পণ্য বিক্রি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, রোববার রাতে এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কার্যক্রম স্থগিত করে সংস্থাটি। জুন থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আবার কার্যক্রম চালু হবে বলে জানিয়েছে টিসিবি।
প্রকৃত সুবিধাভোগীর কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে পৌঁছানোর লক্ষ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পণ্য সামগ্রীর বিক্রি কার্যক্রম পুনরায় শুরু হবে। এর আগে, নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ী ও ভর্তুকি মূল্যে সারাদেশে ১৬ মে থেকে পণ্য বিক্রির কথা জানিয়েছিল টিসিবি।