কমে আসছে শীতের দাপট
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১১:০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
 - / ১৬২৮ বার পড়া হয়েছে
 
কমে আসছে শীতের দাপট। আরো কমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ২৫ থেকে ২৬ ডিসেম্বর বৃষ্টি হলে আরো উষ্ণ হবে তাপমাত্রা। আর জানুয়ারিতে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহে আবারও কাঁপবে দেশ।
সকালের হিমেল হাওয়া উপেক্ষা করে এগিয়ে চলে অফিসগামী মানুষ। এগিয়ে চলা তীব্র শীতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রোদের দেখা নেই। মেঘলা আকাশ আর কুয়াশার চাদরে ঘেরা পুরো পরিবেশ। দ্রুতযানগুলোতে শীতের দাপট আরো বেশি। দিনের চেয়ে রাতের তাপমাত্রা তেমন পরিবর্তন নেই। সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস।
তবে ঢাকায় গত দু’দিনের চেয়ে তাপমাত্রা বেড়েছে ১ ডিগ্রি। তাপমাত্রা স্বাভাবিক হবে আগামি ২৫ তারিখ থেকে। ঢাকায় শীত কম থাকলেও উত্তরবঙ্গে তাপমাত্রা ছিল অনেক কম।
																			
																		













