কপোতাক্ষের বাঁশের সাঁকোটি ভেঙে পড়ায় বিপাকে মানুষ

- আপডেট সময় : ১১:২৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / ১৫০৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরা-যশোর সীমান্তে কপোতাক্ষ নদের ওপর বাঁশের সাঁকোটি ভেঙে পড়ায় চরম বিপাকে পড়েছে ২৫ গ্রামের অর্ধশতাধিক শিক্ষার্থীসহ লক্ষাধিক মানুষ। শ্যাওলা জমে ও স্রোতের চাপে একমাত্র যোগাযোগ মাধ্যম ভেঙে যাওয়ায় মধুকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়ি ও তালা উপজেলার সারসা গ্রাম সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়িতে ব্রিজ না থাকায় ৫০ বছর ধরে তালা, কলারোয়া ও কেশবপুর উপজেলার হাজারও মানুষের চলাচলের একমাত্র মাধ্যম কপোতাক্ষ নদের বাঁশের সাঁকো। যার উপর দিয়ে প্রতিদিন প্রায় ২৫ গ্রামের মানুষ চলাচল করে।
উজান থেকে নেমে আসা শ্যাওলার চাপে বাশের সাঁকোটি ভেঙে নদে বিলীন হয়ে গেছে । এতে দু’পারের হাজারও মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুকি নিয়ে নদের উপর জমে থাকা শেওলা উপর দিয়ে পারাপার হচ্ছে।
নতুন করে সেতু নির্মাণের জোর দাবি জানান স্থানীয় জনপ্রতিনিধিরা।
সেতু নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী।
আর সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
দ্রুত কপোতাক্ষ নদে সাগরদাঁড়িতে নতুন করে সেতু নির্মাণে করবেন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।